মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন

পটুয়াখালীতে ভারি বর্ষনে জনজীবন বিপর্যস্ত, আমনের ক্ষতির আশংকা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ নিম্নাঞ্চল পটুয়াখালী পৌর শহর এলাকা সহ প্রায় স্থানে ২-৩ দিনের ভারি বর্ষণে ডুবে আছে নিচু এলাকা। টানা বৃষ্টির কারনে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিপাকে পরেছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে আছে শ্রমজীবী মানুষ। অতিরিক্ত বৃষ্টিতে কাজ বন্ধ রাখতে হয়েছে।

পটুয়াখালী ও বিভিন্ন পৌর শহরের বেশিরভাগ দোকানপাটই বন্ধ রয়েছে। বৃষ্টিতে জনজীবন গৃহে আটকে পড়েছে। শহর কিংবা গ্রাম সব একই চিত্র। পানিতে ডুবে রয়েছে রান্নার চুলা পর্যন্ত হাজার হাজার পরিবারের। বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকার দূর্ভোগ এক হয়ে চরম ভোগান্তিতে আছে সাধারণ মানুষ।

অন্যদিকে আমন ক্ষেত পানির নিচে ডুবে আছে।কৃষকদের দিন কাটছে দুশ্চিন্তায়। মানুষ কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন।
গত বুধবার সন্ধ্যা থেকে আজ (শুক্রবার) সকাল পর্যন্ত এসব এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

ওপর দিকে গলাচিপা, রাঙ্গাবালী, কলাপাড়া, মহিপুর, কুয়াকটার সহ সমুদ্র বন্দর গুলোতে চার নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এতটুকুই জানা যায়।

 

এএসবিডি/আরএইচএস

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102