শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

পুলিশের ১২৭ জন শীর্ষ কর্তাকে ডেকেছে সরকার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মানুষের উদ্বেগের মধ্যে সারাদেশের পুলিশ সুপার ও তার উপরের পদ মর্যাদার কর্মকর্তাদের সঙ্গে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘বিশেষ সভা’ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

রবিবার বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, “মহানগর পুলিশের প্রধানসহ ১২৭ জন পুলিশের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন।

“প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বিষয়ে সরকারের দিক-নির্দেশনা পুলিশ অফিসারদের জানাবেন এবং মাঠ পর্যায়ের তাদের কাছ অভিজ্ঞতা শুনবেন।”

প্রবল গণ আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সাত মাস পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো যায়নি। একের পর এক ছিনতাই, ডাকাতি, দখল, ধর্ষণের, হামলা, লুটপাট, প্রকাশ্যে চাঁদাবাজি, নারীদের নানা ধরনের হয়রানির মানুষের মধ্যে উদ্বেগের ছাপ স্পষ্ট।

সরকারের তরফে নানা ব্যবস্থা নেওয়ার ঘোষণা এলেও পুলিশ বাহিনীকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়নি।

অবশ্য একটি বিদেশি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, দেশের আইনশৃঙ্খলার অবস্থা আগের মতই আছে, কোনো অবনতি হয়নি।

ব্রিফিংয়ে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “৫ আগস্ট পরবর্তী সময়ে পুলিশকে ফাংশনাল করতে কী কী উদ্যোগ নেয়া হয়েছে, পুলিশের মহাপরিদর্শক সেই উদ্যোগগুলো প্রধান উপদেষ্টার কাছে ব্যাখ্যা করবেন।

“পাশাপাশি পুলিশের ম্যোরালটাকে ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা সেই বিষয় উনি (আইজিপি) প্রধান উপদেষ্টাকে জানাবেন।”

তিনি বলেন, “ক্রাইম নিয়ে পারসেপশন ও ফ্যাক্টসের যে ব্যবধান আছে তার ব্যাখ্যা দেবেন পুলিশে আইজিপি।”

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “অনেক সময় আমরা হয়ত ধরে নিচ্ছি ক্রাইম একটু বেশি, কিন্তু আসলে ফ্যাক্টস এবং ফিগার আবার অন্যভাবে কথা বলছে। উনি (আইজিপি) এই বিষয়টি ব্যাখ্যা করবেন।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102