শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

রোজায় সয়াবিন তেলের ঘাটতি থাকবেনা : উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের বরাত দিয়ে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন জানিয়েছেন, রমজান মাসে সয়াবিন তেলের ঘাটতি থাকবেনা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের আলমপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা জানান, নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে সেজন্যে মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি তদারকি থাকবে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্যে বাজারে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার ভূমিকা রাখবে।

এসময় ভোগ্যপণ্যের দাম রমজান মাসে সাধারণ মানুষের নাগালে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি।

বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন- পুলিশের ডিআইজি মো. মুশফিকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের  দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।

সেমিনারে বক্তারা হাওর এলাকার জীব বৈচিত্র্য রক্ষায় করণীয় বিষয়ে ইমামদের ভূমিকা তুলে ধরেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102