শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৯ অপরাহ্ন

জামায়াত নেতার মুক্তির দাবিতে  গাজীপুরে বিক্ষোভ।

সুব্রত চন্দ্র দাস,গাজীপুর সদর,প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
জামায়াত নেতার মুক্তির দাবিতে  গাজীপুরে বিক্ষোভ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এর মুক্তি ও জামায়াতের নিবন্ধন  ফেরতের দাবিতে গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা জামায়াতের উদ্যোগে আজ ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার গাজীপুরের ঐতিহাসিক শিববাড়ী মোড়ে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মোহাঃ জামাল উদদীনের সভাপতিত্বে ও গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শফি উদ্দিন ও মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুকের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কঠোর হুশিয়ারি দিয়ে অবিলম্বে জননেতা মুহাম্মদ আজহারুল ইসলামকে অবিলম্বে মুক্তি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান। অন্যথায় জামায়াতের দেশ প্রেমিক নেতা কর্মী সহযোগীদের নিয়ে রাজ পথের মাধ্যমে দাবি আদায় করে নেওয়া হবে এবং এই জন্য দেশের যে কোনো পরিস্থিতির জন্য সরকারকে দায়ী থাকতে হবে বলে হুশিয়ারী দেন। উক্ত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর জেলা আমীর ও গাজীপুর-৩ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ড: মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলার সাবেক আমীর, কেন্দ্রীয় শুরা সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের টীম সদস্য মোঃ আবুল হাশেম খান, কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, ও গাজীপুর -৫ আসনের জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোঃ খায়রুল হাসান, গাজীপুর জেলা জামায়াতের নায়েব আমীর মাওলানা সেফাউল হক, কেন্দ্রীয় শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোঃ হোসেন আলী, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর মহানগর জামায়াতের কর্ম পরিষদ সদস্য, মেট্রো সদর জামায়াতের আমীর, গাজীপুর-৪, আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মোঃ সালাউদ্দিন আইয়ুবী, কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আফজাল হোসাইন, মোঃ আজহারুল ইসলাম, মুহাম্মদ আনিসুর রহমান বিশ্বাস, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুহাম্মদ আব্দুল্লাহ, শিবিরের মহানগর সভাপতি মুহাম্মদ রেজাউল ইসলাম, শিবিরের জেলা সভাপতি, মুহাম্মদ ইয়াসিন আরাফাত প্রমুখ নেতৃবৃন্দ। সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাঃ জামাল উদদীন বলেন, আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলটি খুবই গুরুত্বপূর্ণ,কারণ স্বৈরাচার পতন হলেও স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে, সুতরাং কঠোর আন্দোলনের মাধ্যমে জননেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত জীবনে ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। বিক্ষোভ সমাবেশটি মহাসমাবেশে রুপ নেয় এবং বিক্ষোভ মিছিলটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে জয়দেবপুর চৌরাস্তা এসে শেষ হয়।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102