শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে আ.লীগ নেতার জামিনে বিএনপি নেতাদের তৎপরতা, দলে ক্ষোভ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

কিশোরগঞ্জে আ.লীগ নেতার জামিনে বিএনপি নেতাদের তৎপরতা, দলে ক্ষোভ।

কিশোরগঞ্জে বিএনপি অফিসে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামি আওয়ামী লীগ নেতার জামিনের জন্য মামলার বাদী ও বিএনপি নেতাদের তৎপরতায় দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষুদ্ধ বিএনপির নেতা-কর্মীরা এসব কর্মকাণ্ডে মামলা বাণিজ্যের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়ে দলের ভাবমুর্তি বিনষ্টসহ পতিত ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ এনেছেন।

মিঠামইন থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ০৫ আগস্ট উপজেলা আওয়ামী লীগের নেতারা মিঠামইন সদরে বিএনপি অফিসে হামলা চালিয়ে নেতা-কর্মীদের উপর গুলিবর্ষণ ও বিস্ফোরণের ঘটনা ঘটায় এবং শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবিসহ আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় ০৯ সেপ্টেম্বর মিঠামইন উপজেলা জাতীয়তাবাদী মৎসজীবী দলের সভাপতি লোকমান হোসেন বাদী হয়ে ১৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০/৭০ জনকে আসামি করে মিঠামইন থানায় একটি মামলা দায়ের করেন। লোকমান হোসেনের চাচা জাহিদুল আলম জাহাঙ্গির মিঠামইন উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে আছেন।

মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভাই ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক নূরুকে প্রধান আসামি করা হয়। এছাড়া সাবেক রাষ্ট্রপতির ভাতিজা উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ কামাল এবং তার ভাই পল্লী বিদ্যুৎ সমিতি কিশোরগঞ্জ জেলার সাবেক পরিচালক তারেক কামালকেও আসামি করা হয়।

উক্ত মামলার মিঠামইন থানার পুলিশ দুদিন পূর্বে গত বুধবার মিঠামইন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং নৌকা প্রতিকে বিজয়ী গোপদীঘি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেনকে সন্দোহভাজন আসামি হিসাবে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আলম জানান, উক্ত মামলার তদন্তকালে ঘটনার সাথে আনোয়ার হোসেনের জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাওয়ায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অথচ আনোয়ার হোসেনের গ্রেপ্তারের পর পরই বাদী লোকমান হোসেন নোটারী পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে জানায়, আনোয়ার হোসেন একজন ভালো মানুষ এবং মামলার ঘটনার সাথে জড়িত নয়। মামলায় জামিনে মুক্তি বা খালাস পেলে তার কোন আপত্তি নাই। পরে গতকাল ১৩ ফেব্রুয়ারি আইনজীবী কর্তৃক আদালতে দাখিল করা আনোয়ার হোসেনের জামিন আবেদন পত্রেও বাদী লোকমান হোসেন লিখিতভাবে জানান যে, জামিন দিলে তার কোন আপত্তি নাই। তবে বিচারক আসামির জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষে জামিন শুনানীতে বিএনপি সমর্থক আইনজীবীরা শুনানীতে অংশ নেন।

সন্দেহভাজন হিসাবে পুলিশ কর্তৃক আসামি গ্রেপ্তারের পর বাদীর এফিডেভিট ও জামিনের আবেদনে সুপারিশ এবং শুনানীতে দলীয় আইনজীবীদের অংশগ্রহণের ঘটনায় মিঠামইন উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন।

মিঠামইন উপজেলা বিএনপির সহ সভাপতি রবিউল আলম শ্যামল জানান, এর ফলে টাকার বিনিময়ে মামলা বাণিজ্যের মাধ্যমে দলের মারাত্মক দুর্নাম হচ্ছে। এসব যারা করছে, পতিত আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে।

উপজেলা বিএনপির কার্যকরি সদস্য ও গোপদীঘি ইউনয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, নূরুল হক বাচ্চু বলেন, এটা নিশ্চিত করে বলা যায় যে আসামির কাছ থেকে টাকার বিনিময়ে জামিনে সহযোগীতা করছে। এর ফলে দলের ভাবমুর্তি মারাত্মক ক্ষুন্ন হয়েছে।

মিঠামইন উপজেলা যুবদলের সদস্য সচিব এরশাদুল হক বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দমন-পীড়ন ও বিএনপি অফিস ভাঙচুরে জড়িত আসামিদের পক্ষে জামিন চাওয়া অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় দলের তৃণমুলের কর্মীদের মনোবল নষ্ট করে দিবে।

বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মুহিন বলেন, অসৎ উদ্দেশ্যে মামলা বাণিজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর বিচার দাবী করছি।

তবে অভিযোগ অস্বীকার করে মামলার বাদী উপজেলা জাতীয়তাবাদী মৎসজীবী দলের সভাপতি লোকমান হোসেন বলেন, পুলিশ যেটাই সন্দেহ করুক, আমি জানি আনোয়ার হোসেন একজন ভালো মানুষ। তাছাড়া তাকে ঘটনাস্থলে বা আশপাশে আমি যেমন দেখি নাই, অন্য কেউ দেখে নাই। এমনকি তার জড়িত থাকার কথা কোথাও শোনা পর্যন্ত যায়নি। তাই তার জামিনে আপত্তি নেই বলেছি।

আসামি পক্ষে জামিন শুনানীকারী ও মিঠামইন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন রুবেল জানান, আসামি জড়িত ছিলেন না জেনেই পেশাগত দায়িত্বের নৈতিকতা বোধ থেকে জামিন শুনানীতে অংশ নিয়েছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102