শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন

তুরাগ তীরে দেশের সর্ববৃহৎ জুমার জামাত।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
ছবিঃ সংগৃহীত।

তুরাগ তীরে দেশের সর্ববৃহৎ জুমার জামাত।

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপে আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজের জামাত। এতে অংশ নিয়েছেন লাখো মুসল্লি। জুমার নামাজে অংশ নিতে ময়দান ছাড়িয়ে আশপাশে সড়ক, মহাসড়ক, ফুটপাত ও বিভিন্ন অলিগলি মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়।

শুক্রবার দুপুর ১টা ৫১ মিনিটে জুমার নামাজের জামাত শুরু হয়ে ১টা ৫৬ মিনিটে শেষ হয়। এখান থেকে বিশ্ব মুসলিমের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। বৃহৎ এ জুমার নামাজের ইমামতি করেন মাওলানা স্বাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। নামাজের আগে তিনি জানিয়েছিলেন, বৃহৎ জুমার নামাজ উপলক্ষে সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। দুপুর দেড়টায় খুতবা শুরু হবে। এরপরই জুমার নামাজ অনুষ্ঠিত হবে। জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা স্বাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।

এর আগে গতকাল শুক্রবার সকাল ৮টা ১৫ মিনিটে বিশ্ব ইজতেমার ময়দানে উপস্থিত হন বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ। ময়দানে পৌঁছে দীর্ঘ দোয়ায় অংশ নেন তারা। এ সময় উপস্থিত সাথীরা কান্নায় ভেঙে পড়েন।এ দিকে দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে সকালে থেকেই ইজতেমা ময়দানের উদ্দেশে মুসল্লিদের ঢল নামে। ইজতেমায় অংশ নিতে না পারলেও দেশের বৃহত্তম জুমার নামাজের জামাতে অংশ নিতে ময়দানমুখী হয়েছে ঢাকা ও গাজীপুরের আশপাশের বিভিন্ন জেলার মানুষ।

শুক্রবার ফজরের পরপরই দেশের বৃহত্তম জুমার নামাজের জামাতে অংশ নিতে টাঙ্গাইল মির্জাপুর থেকে ময়দানে এসেছেন আলম হাসান। তিনি বলেন, খুব কাছে দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। এত কাছে থেকেও যদি লাখো মুসল্লির সঙ্গে জুমার নামাজ আদায় করতে না পারি তাহলে আক্ষেপ থেকে যাবে। আক্ষেপ ঘুচাতে আমরা দুই বন্ধু মোটরসাইকেলে করে জুমার নামাজে অংশ নিতে এসেছি।ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হয় প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। আর দুই ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102