গাজীপুর জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পূবাইল থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে। ৩রা ফেব্রুয়ারি সোমবার বিকালে মিছিলটি নিমতলী এলাকা থেকে শুরু হয়ে মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পেট্রোল পাম্প পর্যন্ত প্রদক্ষিণ করে।
পরে মাজুখান পেট্রোল পাম্প এসে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন হাজী মনসুর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক,পূবাইল থানা বিএনপি, আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন মোঃ আবুল হোসেন খান,সাধারণ সম্পাদক,পূবাইল থানা শ্রমিক দল, মশিউর আলম,সভাপতি ৪০ নং ওয়ার্ড যুবদল, খালেদ মোশারফ, যুগ্ন আহবায়ক পূবাইল থানা স্বেচ্ছাসেবক দল,মোঃ ওসমান খান, যুগ্ন আহবায়ক, পূবাইল থানা যুবদল, মোঃ সোহেল খান, যুগ্ন আহবায়ক, পূবাইল থানা যুবদল, মোঃ আওলাদ হোসেন বেপারী, যুগ্ন আহবায়ক,পূবাইল থানা যুবদল, মোঃ হাসান,সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,গাজীপুর মহানগর যুবদল, মোঃ সুমন দেওয়ান, যুগ্ন আহবায়ক, পূবাইল থানা যুবদল, মোঃ হারেজ আলী, সদস্য পূবাইল থানা বিএনপি, আব্দুল জলিল রানা,সহ-সভাপতি ৪০নং ওয়ার্ড বিএনপি, রুবেল আহমেদ জীবন, সিনিয়র যুগ্নআহবায়ক, পূবাইল থানা স্বেচ্ছাসেবক দল, মোঃ রাজু শেখ, সাংগঠনিক সম্পাদক ৪০ নং ওয়ার্ড যুবদল, আজমিন খান, প্রতিষ্ঠাতা সভাপতি, পূবাইল থানা ছাত্রদল এবং সভাপতি পদপ্রার্থী পূবাইল থানা যুবদল, হাবিবুল্লাহ হাবিব, সাবেক সহ-সভাপতি,পূবাইল থানা ছাত্রদল এবং ছাত্র বিষয়ক সম্পাদক পূবাইল থানা বিএনপি,মোঃ হানিফ, সহ-সভাপতি ৪০ নং ওয়ার্ড শ্রমিকদল, মাহমুদুল হাসান রাজিব, সহ-সাধারণ সম্পাদক ৪০ নং ওয়ার্ড যুবদল, কামাল হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক, ৪০ নং ওয়ার্ড যুবদল, আমিনুল ইসলাম, সদস্য পূবাইল থানা যুবদল,প্রমুখ।
জানা যায়, দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাবেক কমিটির সভাপতি একেএম ফজলুল হক মিলনকে আহ্বায়ক, বিগত কমিটির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইশরাক সিদ্দিকীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
রোববার (০২ ফেব্রুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন কমিটি গঠন নিয়ে দলের নেতা-কর্মীদের মাঝে উৎসাহ এবং আশাবাদ তৈরি হয়েছে। দলীয় কার্যক্রমে এই নতুন নেতৃত্বে গাজীপুর জেলা বিএনপি আরও শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন নেতারা।
বিএনপি সূত্রে জানা যায়, ফজলুল হক মিলন এবং তার দুই যুগ্ম আহ্বায়ক দলের প্রতি তাদের অবদান এবং অভিজ্ঞতার মাধ্যমে গাজীপুরের রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করতে বদ্ধপরিকর।
পূবাইল থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে নুতন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, বিলুপ্ত কমিটি গত ২০২২ সালের ৫ সেপ্টেম্বর গঠন করা হয়। ৫ আগস্ট পটপরিবর্তনের পর নতুন নেতৃত্ব সামনে আনাসহ নানা কারণে বিভিন্ন মহল থেকে জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবী আসছিল। এরই মধ্যে রোববার জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হলো। আহবায়ক কমিটি ঘোষণার পর দলের নেতাকর্মীদের মধ্যে তরুন ও ত্যাগী নেতারা নেতৃত্ব পাবেন বলে আশাবাদ তৈরি হয়েছে।
এ বিষয়ে নতুন কমিটির যুগ্ম আহবায়ক শাহ রিয়াজুল হান্নান বলেন, বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। তাই নেতাকর্মীদের মধ্যে আরো উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টির লক্ষে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এটি রাজনীতিতে একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করছি, এ কমিটির মাধ্যমে বিগত সময়ে নেতাকর্মীদের কাজের মূল্যায়ণ করা সম্ভব হবে। দলীয় কার্যক্রমে আমরা আরো শক্তিশালী ও সক্রিয় হয়ে উঠব।
বিএনপি সূত্রে জানা যায়, জেলা বিএনপির নতুন আহবায়ক সাবেক এমপি একেএম ফজুলল হল মিলন এরশাদ বিরোধী আন্দোলনের সময় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলেন। শাহ্ রিয়াজুল হান্নান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত নেতা ব্রিগে: জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ্’র ছেলে এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বিএনপির প্রয়াত নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে।