শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউপি স্বেচ্ছাসেবক দলনেতা নিহত।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউপি স্বেচ্ছাসেবক দলনেতা নিহত।

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত মো. সেলিম ভূঁইয়া হেঁসাখাল ইউপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

শনিবার (১ ফেব্রুয়ারী) বেলা ৩টায় উপজেলার বাঙ্গড্ডা বাজারে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাংগড্ডায় নাঙ্গলকোট উপজেলা বিএনপি’র সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওই সময়ে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া সমর্থিতরা একটি গাড়িবহর নিয়ে বাঙ্গড্ডা বাজার অতিক্রম করা কালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে সেলিম ভূইয়া নিহত হয়।

এদিকে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া নিহত সেলিম ভূইয়াকে তার কর্মী বলে দাবী করেন। বিএনপি’র উপজেলা সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, দুই গ্রুপের মারামারিতে একজন নিহত হয়েছে। তবে তার মরদেহ সরকারি হাসপাতালের রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102