শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে গভীর রাতে ডাকাতি, বাড়ি থেকে লুট ৬ লাখ টাকা ১৭ ভরি স্বর্ণ।

মোঃ তরিকুল মোল্লা,(ফকিরহাট,বাগেরহাট সদর)প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জে গভীর রাতে ডাকাতি, বাড়ি থেকে লুট ৬ লাখ টাকা ১৭ ভরি স্বর্ণ।

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোলমবাড়িয়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ইতালি প্রবাসী মোঃ রুবেল শেখের বাড়িতে ডাকাতি ও লুটপাট করেছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন, প্রবাসীর মা মহিমা বেগম (৫৫) ও তার বোনের মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাবাচ্ছুম আক্তার (১৩)।

তারা জানান, গভীর রাতে হঠাৎ পিছনের দরজায় শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় মহিমা বেগমের। ঘুম থেকে উঠে দেখেন, ১০-১২ জনের একটি ডাকাত দল পিছনের জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেছে। তারা ধারালো অস্ত্র হাতে নিয়ে বাড়ির সদস্যদের হাত, পা ও চোখ বেঁধে ফেলে এবং গলায় ছুরি ধরে চুপ থাকতে বলে।

তারা আরো জানান, ডাকাতরা কিছুটা শারীরিক নির্যাতনও চালিয়েছে এবং তাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। ডাকাত দলের সদস্যদের মুখ বিভিন্ন কাপড় দিয়ে ঢাকা ছিল, তবে তারা সবাই অপেক্ষাকৃত অল্প বয়সি ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ডাকাতরা প্রায় এক ঘণ্টা ধরে ঘরের মধ্যে তাণ্ডব চালায়। এ সময় তারা নগদ ৬ লাখ টাকা, ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি বিদেশি কম্বল ও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নেয়।

স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন এবং দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

সকালে বিষয়টি প্রশাসনকে জানানো হলে, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগী পরিবার সন্দেহ প্রকাশ করে বলেন, ডাকাতরা প্রথমেই ৬ লাখ টাকার বিষয়ে জানতে চায়, যা ইঙ্গিত করে যে তারা হয়তো আগে থেকেই বাড়ির আর্থিক অবস্থা সম্পর্কে অবগত ছিল।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল হাসান ডাকাতির কথা নিশ্চিত করে বলেন, ওই বাড়ির আশেপাশে কোন বাড়িটিতে কোন পুরুষ লোক না থাকায় ডাকাতেরা নির্বিঘ্নে মূল্যবান মালামাল হাতিয়ে নিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102