মা নিজ হাতেহাতে বিষ খাওয়ালেন তার দুই সন্তানকে এবং নিজেও পাঞ্জা লড়ছেন মৃত্যুর সাথে। এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নে।
কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা ফার্মেসি ব্যবসায়ী সেখ হেলালের স্ত্রী রান্না খাতুন (৩০ ) ঘটিয়েছে এই মর্মান্তিক কান্ডটি। রত্না খাতুনের দুই শিশু পুত্র মাহির (৫)আরিয়ান( ৯ মাস) কে একত্রে বিষ পান করিয়েছে নিজ হাতে। শিশুদের বিষপান করানোর পর মা নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে।
এলাকাবাসীর খবর পেয়ে তৎক্ষণাৎ তাদেরকে নিয়ে শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। দুই ছেলে মৃত্যুবরণ করেছে হাসপাতালে। রান্না খাতুন জীবিত থাকলেও তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পারিবারিক কলহের জের ধরেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী মনে করেন। তবে আর যাই হোক এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় এটাও এলাকাবাসী দাবি।