গাছগাছ কাটতে গিয়ে না ফেরার দেশে চলে গেলেন আবু বক্কর ওরফে বুলি মোড়ল ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )।
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদন পুর গ্রামের আব্দুল জব্বার মোড়লের ছেলে প্রতিদিনের ন্যায় কাজে গিয়েছিলেন পাশের মনোহরপুর গ্রামের মনসুরের বাড়িতে। সেখানে দুটি শিশু ফল গাছ কাটছিল ১১ জন শ্রমিক।
শিশু ফল কাছে ওঠে গাছ কাটার সময় গাছের ডালের ঝাকিতে বুলি পড়ে যায় অন্য ডালের উপর। এরপর মাটিতে এসে পড়লে ক্ষতবিক্ষত হয় ভুলির সমস্ত দেহ।মাথায় আঘাত পেলে সঙ্গে সঙ্গে শুরু হয় রক্তক্ষরণ।
ডাক্তার আসতে না আসতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ভুলি।
বলির বড় ভাই গোলাম মোস্তফা মোড়ল বলেন তার আঘাত ছিল অত্যন্ত গুরুতর। বলির মৃত্যুতে পরিবারের চলছে শোকের মতন।
পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি দুই সন্তানের জনক বুলির মৃত্যুতে ভবিষ্যৎ কিছুটা হলেও অনিশ্চিত হয়ে পড়েছে বুলির পরিবারের।