শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন

ভারতীয় গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করেঃ স্বরাষ্ট্র উপদেষ্টা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

ভারতীয় গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করেঃ স্বরাষ্ট্র উপদেষ্টা।

ভারতীয় গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করে, সেটা কীভাবে বন্ধ করতে পারে সে বিষয়ে আলোচনা করা হবে। এ বিষয়ে আমাদের গণমাধ্যম ও দেশের জনগণ খুবই সোচ্চার। সীমান্ত ব্যবস্থাপনা ও সীমান্ত সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য কার্যকর সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের আলোচনা হবে। এ ছাড়া দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের যেসব নদী ভারতের সঙ্গে রয়েছে সেসব নদীর পানি যেন সুষম বণ্টন হয় সে বিষয়ে আলোচনা হবে। পানি চুক্তি কীভাবে বাস্তবায়ন করা যায় সেটা নিয়েও আলোচনা হবে। ফেনীর মুহুরীর চরে একটি সমস্যা আছে। ওই এলাকার সীমানা নির্ধারণ নিয়ে একটি সমস্যা আছে, সেটা নিয়েও আলোচনা হবে।

উপদেষ্টা বলেন, ২০১০ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। তিন বিঘা ও দহগ্রাম করিডোর নিয়ে এ অসম চুক্তি হয়েছে। এ চুক্তিগুলো যেন বাতিল করা হয় সে বিষয়ে আমরা তাদের বলব। আমরা তাদের বলব এই চুক্তিটা এভাবে করা সঠিক হয়নি।

আরও কি কি অসম চুক্তি আছে– জানতে চাইলে তিনি বলেন, কুলাউড়ায় যে রেল স্টেশন আছে, সেটা বর্ডার থেকে তিন কিলোমিটার ভেতরে। আমরা তাদেরকে আমাদের বর্ডারের তিন কিলোমিটার ভেতরে আসতে দেব কি না সেটা নিয়ে আলোচনা হবে। সেখানে একটা ইমিগ্রেশন চেকপোস্ট করা হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের ১৯৭৪, ১৯৭৫ এবং ২০১১ সালে অসম চুক্তি হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102