ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এবার মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষার্থীদের সংঘর্ষের বিষয়টি আপনারা কীভাবে দেখছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, এগুলোতো অনাকাঙ্ক্ষিত। এগুলো এভয়েড করার জন্য আমারা আরও বেশি উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। যা করলে এটা রিসল্ভ হবে, সেটা করার চেষ্টা করব।