শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় সভা অনুষ্ঠিত।

মোঃ মাসুদ আলম, রাজশাহী প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

গোদাগাড়ীতে ভোটার তালিকা হালনাগাদ সমন্বয় সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার ২৩ জানুয়ারি সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী -২০২৫ এর কার্যক্রম সুষ্ঠ ও সচারুরুপে সম্পাদনের লক্ষ্যে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় সভাপতিত্ব করেন মো: শামসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোদাগাড়ী, সভাপতি তার বক্তব্যে সঠিক এবং সুষ্ঠু ভোটার তালিকা প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে বলেন, “সকলের সম্মিলিত উদ্যোগে একটি নির্ভুল এবং সর্বজনগ্রাহ্য ভোটার তালিকা তৈরি করা সম্ভব হবে। যা গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাচন অফিস, গোদাগাড়ী এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় নির্বাচন অফিসার জেবুন্নেছা শাম্মী, মোয়াজ্জেম হোসেন, তদন্ত কর্মকর্তা গোদাগাড়ী মডেল থানা,
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গোদাগাড়ী প্রেস ক্লাবের সদস্য মো: মাসুদ আলম,
নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ, গোদাগাড়ী নেসকো,হাফেজ মাও: শরিফুল ইসলাম, সভাপতি উপজেলা ইমাম সমিতি, মুফতি মাওলানা মো: সিবগাতুল্লাহ, পেশ ইমাম ও খতিব, গোদাগাড়ী মডেল মসজিদ ও সাংস্কৃতিক কমপ্লেক্স, সহ কমিটির সদস্য, সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জেবুন্নেছা শাম্মী এর সাথে কথা বললে তিনি বলেন ২০ জানুয়ারি
২০২৫ হতে ০৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত চলবে।
এবার ভোটার তালিকা হাল নাগাদে ১৩৪ জন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী কাজ করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102