আজ সকালে রামপাল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং সাংবাদিক আবিদ হাসান চাঁদাবাজদের দ্বারা হুমকি ও হয়রানির শিকার হয়েছেন।
সকাল ৯:২০-এ কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আবিদ। তার বাড়ি থেকে ভাগা চার কিলোমিটার এবং ভাগা থেকে রামপাল আরও পাঁচ কিলোমিটার দূরে। ভাগা থেকে মাহেন্দ্রযোগে রামপাল যাওয়ার পথে ভাগা মাহেন্দ্র স্ট্যান্ডে শামিম নামের এক ব্যক্তি প্রতিদিনের মতো আজও গাড়িচালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিলেন।
আবিদ এবং শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা সিরিয়ালের বাইরে থাকা এক মাহেন্দ্রে ওঠেন, কারণ সিরিয়ালের গাড়িগুলো ছাড়তে দেরি হচ্ছিল। এই সময় শামিম ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। তিনি মাহেন্দ্র চালককে মারধর করার চেষ্টা করেন এবং যাত্রীদের ওপরও চড়াও হন। আবিদকে লক্ষ্য করে শামিম হুমকি দিয়ে বলেন, “তোকেও দেখে নেব,” এবং অপমানজনক ভাষায় কথা বলেন।
এই ঘটনার সময় শামিমের আরও কিছু সহযোগী এসে চালক এবং যাত্রীদের হুমকি দিতে থাকেন। পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
এ ঘটনায় ভীত ও ক্ষুব্ধ আবিদ হাসান বলেন, “আজকের এই ঘটনা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি, কিন্তু আজ নিজের সুরক্ষাই অনিশ্চিত। আমি প্রশাসন এবং সাংবাদিক সমাজের কাছে সহযোগিতা কামনা করছি।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা। চাঁদাবাজি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনই সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।