রামপাল(বাগেরহাট) বাগেরহাটের রামপালে হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
বুধবার(২২ জানুয়ারি) সকালে রামপাল সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।
সদর ইউনিয়নের সচিব গৌতম বসু অসহায়দের হাতে কম্বল তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ তায়েব নূর, মোঃ জিল্লুর রহমান, হুমায়ুন রহমান, ওমর শেখ, মিতনাধ হালদার, তহমিনা বেগম ও বক্কর শেখ।
এসময় সচিব গৌতম বসু জানান, আমরা প্রতি বছরের মত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি। প্রথমদিন ১৬ জনকে কম্বল দিয়েছি। পর্যায়ক্রমে বাকি কম্বলগুলো অসহায়দের মাঝে বিতরণ করা হবে।