সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় ওয়াল্টন প্লাজা নলতায় চলছে দিন ব্যাপী পিঠা উৎসব।
আজ ২২ জানুয়ারি ২০২৫ সকাল ১০ টায় ওয়ালটন প্লাজা নলতার দায়িত্ব প্রাপ্ত ব্যবস্থাপক অপু চৌধুরী পিঠা উৎসবের উদ্বোধন করেন ।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষকমন্ডলী, বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ, ও ব্যবসায়ীগন আমন্ত্রণ পেয়েছেন এই পিঠা উৎসবে।
ব্যবস্থাপক অপু চৌধুরীর কাছে এই উৎসবের আয়োজন সম্পর্কে শুনতে চাইলে বলেন, পিঠাপুলি বাংলার একটি ঐতিহ্য, আর এই ঐতিহ্যকে রক্ষা করার জন্য আমরা ক্ষুদ্র চেষ্টা করেছি মাত্র।
তিনি সকলকে ধন্যবাদ জানান এবং আগামী বছরও এমনিভাবে আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন। সন্ধ্যা ৬ টায় উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে।