মোঃ আরমান হোসেন দিনাজপুর প্রতিনিধি:
প্রকৃত ও কর্মরত সাংবাদিকদের নিয়ে দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন সকল ধরনের সাংগঠনিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা সুরক্ষায় কাজ করবে। কোন ধরনের দুর্নীতি, অনিয়ম ও অর্থ আত্মসাতকারীদের প্রশয় দেয়া হবে না। ইউনিয়ন হবে দেশের একটি মডেল ইউনিয়ন।
গতকাল শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষনে প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু এ কথা বলেন। ইউনিয়নের আহ্বায়ক গোলাম নবী দুলালের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল হুদা হেলালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ ইদ্রিস আলী, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য আরিফুল আলম পল্লব, সাংবাদিক শাহরিয়ার শহীদ মাহবুব হিরু, শাহ আলম শাহী, সালাউদ্দিন আহম্মেদ, আজহারুল আজাদ জুয়েল, কংকন কর্মকার, কাশী কুমার দাস ঝন্টু, মোঃ খাদেমুল ইসলাম, আবুল কাশেম, মোফাসিরুল রাশেদ মিলন, আসলামুল হক মাহবুব, আব্দুস সালাম, আল ফারুকি, মাহবুব আলম শুভ, নাজমুল ইসলাম নয়ন এবং গোলাম মোস্তফা।
মতবিনিময় সভায় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন ও সদস্য রতন সিং, রফিকুল ইসলাম ফুলাল ও রিয়াজুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি স্বরূপ বক্সী বাচ্চু বলেন, কুচক্রী মহলের অশুভ তৎপরতার জন্য দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন তার মর্যাদা ও ঐতিহ্য হারিয়েছে। তাই আগামী দিনে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রকৃত সাংবাদিকদের অংশ গ্রহনের মাধ্যমে সাংবাদিক ইউনিয়নকে গতিশীল ও শক্ত সাংগঠনিক কাঠামোর উপর প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষায় সাংবাদিক ইউনিয়ন অতিতের ন্যায় সাহসী ও ন্যায্য ভূমিকা রেখে সাংবাদিকদের সাহস যোগাবেন। আহ্বায়ক গোলাম নবী দুলাল বলেন, বিএফইউজের নির্দেশনা ও সরকারের শ্রম বিভাগের বিধি বিধান অনুসরন করে সাংবাদিক ইউনিয়নের কর্মকান্ড পরিচালিত হবে। ইউনিয়নকে শক্তিশালী করার জন্য তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।