বর্তমান প্রজন্মকে খেলাধুলায় মনোযোগী করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগের যবনিকা টানল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারের বণিক সমিতি
বর্তমান প্রজন্মকে মোবাইল ও মাদকাসক্তের হাত থেকে রক্ষা করে খেলাধুলায় আগ্রহী করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছিল সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা বাঁশতলা বাজারের বণিক সমিতি। বিভিন্ন ক্যাটাগরিতে এলাকার যুবকদের মধ্য থেকে ৩২ দলে বিভক্ত করে সপ্তাহব্যাপী ধরে চলা ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গত রাতে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।
খেলাগুলোতে সি. ক্যাটাগরিতে ফেরদৌসের -নাঈম জুটি, বি. ক্যাটাগরিতে আদিত্য -অয়ন জুটি , এ ক্যাটাগরিতে নাঈম- অরূপ জুটি জয় লাভ করে। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশতলা বাজারের বণিক সমিতির সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন।
বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। খেলাধুলার উৎসাহিত করতে পারলে,দূর হবে সমাজের অবক্ষয় বলে মনে করেন বণিক সমিতির সদস্যরা। সবশেষে ৩২ দলের সকল প্লেয়ারকে এবং ফাইনালে জয়ী দলকে পুরস্কার দেয়া হয়।