শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন

কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হচ্ছে।

শ্যামল কুমার মন্ডল,কালিগন্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
কালীগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হচ্ছে।
জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হব বিশ্বময়, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত হচ্ছে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায়।
সাতক্ষীরা জেলার কালীগঞ্জে, উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ১৪ও ১৫ জানুয়ারী দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তির সপ্তাহ উদযাপিত হচ্ছে।
 জ্ঞান বিজ্ঞানে করব জয়,সেরা হব বিশ্বময় “এই স্লোগানকে সামনে রেখে সাজানো হয়েছে ৪৬ তম বিজ্ঞান মেলা। বিজ্ঞান মেলায় কালীগঞ্জ উপজেলা ৪২ টি স্কুল, ২৫টি মাদ্রাসা এবং ৭টি কলেজের মধ্য থেকে ১৩ টি স্টল দেয়া হয়েছে। স্টলে  স্থান পেয়েছে বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের নতুন নতুন কিছু আবিষ্কার। যেগুলি স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা তথ্য এবং প্রযুক্তির নির্ভর করে তৈরি করেছে।
 মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সুযোগ্য থানা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। তিনি প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং খুদে বৈজ্ঞানিকদের আবিষ্কৃত বিষয়গুলো দেখেন। সেখানে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন স্কুল এবং কলেজ থেকে আগত শিক্ষক  শিক্ষিকা মন্ডলী এবং সাংবাদিকগণ। প্রথম দিন ১৪ই জানুয়ারি শিক্ষার্থীদের পরিদর্শনের জন্য স্টল গুলো উন্মুক্ত করে দেয়া হয়। বিকালে স্কুল এবং কলেজে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজে আয়োজন করা হয়।
 সিনিয়র কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কালিগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সাকিব আল হাসান। জুনিয়র কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ইয়াসির আরাফাত। জুনিয়র অলিম্পিয়াডে প্রথম স্থান অধিকার করে  সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করে নলতা  মাধ্যমিক বিদ্যালয়। তৃতীয় স্থান অধিকার করে কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়। স্টল দিয়ে প্রথম স্থান অধিকার করে নলতা মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় স্থান অধিকার করে কালিগঞ্জ সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়। কলেজ পর্যায়ে প্রথম স্থান অধিকার করে কালিগঞ্জ সরকারি কলেজ এবং দ্বিতীয় স্থান অধিকার করে রোকেয়া মুনছুর মহিলা কলেজ। শেষ বিকালে সুযোগ্য থানা নির্বাহী অফিসার অনুজা মণ্ডল পুরস্কার বিতরণ করেন। আজও বিভিন্ন অনুষ্ঠান এবং আলোচনা সবার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102