বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী—বিএসএফ। মঙ্গলবার সন্ধ্যায় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।

বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ।

বিজিবি সূত্রে জানা গেছে, ওই সীমান্তের ৩৮০ নম্বর পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করছিল বাংলাদেশি নাগরিক আলিমুল রহমান (৪৫)। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১৫২ নম্বর বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যান। এ ঘটনার পর ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়। পরবর্তীতে বুধবার সকালে ওই সীমান্তে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনও আটক বাংলাদেশি নাগরিককে ফেরত দেয়নি বিএসএফ।

স্থানীয়রা জানান, আটক আলিমুল রহমান একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তিনি খুলনা জেলার বাসিন্দা। তার বাবার নাম ডা. রহমান। আটক আলিমুল রহমান বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭তম কোর্সের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, ‘বাংলাদেশ থেকে নয়, ভারতের অভ্যন্তর থেকে তাকে আটক করে বিএসএফ। এ বিষয়ে পতাকা বৈঠক হয়েছে। তাকে ফেরতের চেষ্টা চলছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102