ইংরেজি নববর্ষ ২০২৫-এর প্রথম দিন আজ বুধবার। এদিন শুভেচ্ছা জানাতে হবে প্রিয়জনদের। তাই উপহারের তালিকায় সবার প্রথমে থাকে ফুলের নাম।
রাজধানী শাহবাগের ফুলের দোকানিদের পসরা ছিলো অন্য দিনের তুলনায় একটু বেশি। গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, অর্কিড, জারবারাসহ অন্যান্য ফুলগুলোও আজ যেনো একটু বেশিই রঙিন।
কেউ ফুল কিনছেন প্রিয় ব্যক্তির জন্যে, কেউ আবার ফুল নিচ্ছেন অনুষ্ঠানের শোভা বাড়াতে।







