সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :

মিথ্যা ঘোষণায় আমদানি করা কনটেইনার ভর্তি সিগারেট আটক।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

মিথ্যা ঘোষণায় আমদানি করা কনটেইনার ভর্তি সিগারেট আটক।

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানি করা ২০ ফুট দৈর্ঘ্যের একটি কনটেইনার আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এতে ৭৪০ কার্টনে ৭৪ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে চালানটি আটক করে কাস্টমস হাউসের এইআইআর টিম।

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গৃহস্থালি পণ্যের ঘোষণায় চালানটি থাইল্যান্ড থেকে আমদানি করা হয়েছে। পাবনার ঈশ্বরদীর ইপিজেড খিয়াটি ল্যাদার ইনোভেশন বিডি লিমিটেড এটি আমদানি করে। রোববার চালানটিতে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির তথ্য পেয়ে এটি আটকে দেয় কাস্টমস হাউসের এআইআর টিম। এরপর এটি শতভাগ কায়িক পরীক্ষা করে সিগারেট জব্দ করা হয়। উদ্ধার হওয়া সিগারেটগুলো সংযুক্ত আরব আমিরাতে তৈরি।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মো. রাজিব হোসেন বলেন, চালানটির শুল্কায়নযোগ্য মূল্য আনুমানিক দেড় কোটি টাকা এবং এর বিপরীতে জড়িত রাজস্বের পরিমাণ প্রায় ৯ কোটি টাকা। অর্থাৎ মিথ্যা ঘোষণায় চালানটি আমদানি করে প্রায় ৯ কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল। চালানটি আমদানির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কাস্টমস আইন, ২০২৩ এবং প্রচলিত অন্যান্য আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২৭ জুন চট্টগ্রাম কাস্টমসের এআইআর টিম মিথ্যা ঘোষণায় আমদানি করা ৫০ লাখ শলাকা সিগারেট এবং ৫ সেপ্টেম্বর ১১ হাজার ৬৭৬ লিটার মদ আটক করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102