সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চাইলো বিএনপি।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চাইলো বিএনপি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চেয়েছেন।

বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। বিএনপি মহাসচিবের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, ট্রেড বডি ও ইউনিয়নসমূহ পুনরায় নির্বাচনের মাধ্যমে সুষ্ঠুভাবে গঠনের কথা বলেছি। সামগ্রিকভাবে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে জাতীয় ঐক্য তৈরির কথা বলেছি। পাশাপাশি সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথা বলেছি।

মির্জা ফখরুল ইসলাম আরও বলেন, গত ১৫ বছরে আমাদের দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে যত মিথ্যা মামলা করা হয়েছে, আমরা তা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছি। প্রধান উপদেষ্টা তাতে সম্মতি জানিয়েছেন।

তিনি বলেন, দেশের চলমান উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে কথা বলেছি। বিশেষ করে গত কয়েকদিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কয়েকটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আমরা আমাদের দলের পক্ষে উদ্বেগ জানিয়েছি।

এদিন সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়। এসময় বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান টুকু সিরাজগঞ্জ থাকায় বৈঠক উপস্থিত হতে পারেননি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102