নেত্রকোণা প্রতিনিধি :২৮ শে সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা নেত্রকোণায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়। ১৯৪৭ সালে ২৮ সেপ্টেম্বরে এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
সন্ধ্যায় ৭ টায় আমাদের নেত্রকোনা পত্রিকা অফিসে হৃদয়ে শহীদ শেখ কামাল প্রজন্ম সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান পালিত হয়। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার ,মাননীয় প্রধানমন্ত্রীর এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা শাখা সাধারণ সম্পাদক মাহফুজুল রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা শাখা সভাপতি অসিত সরকার সজল, সহ- সভাপতি প্রফেসর ননী গোপাল সরদার, সহ-সভাপতি অধ্যাপক করুণা হিন্দু রায়সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও নেত্রকোনা প্রেসক্লাব সদস্য আলপনা আপা সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।