বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :

দিনাজপুর শিক্ষাবোর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

মোঃ আরমান হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক।

২৮ সেপ্টেম্বর সোমবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মো. মাসুদ আলম-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উন্নয়ন ও শিক্ষা বান্ধব সরকার। বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনের লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা সকলে একযোগে কাজ করলে হবে যেমন দেশের উন্নয়ন ও তেমনী ঘটবে শিক্ষার প্রসার। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নও পূরণ হবে। তাই শেখ হাসিনার সরকারের উন্নয়নের উপর আস্থা রাখতে হবে।

শিক্ষার সম্প্রসারণ ও উন্নত শিক্ষার জন্য যা যা প্রয়োজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কিছুই করবেন জানিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, চিন্তা করে দেখেন শিক্ষার মান উন্নত করার জন্য এবং শিক্ষিত জাতি গড়ে তোলার জন্য যা প্রয়োজন তা সব কিছুই করছেন বর্তমান সরকার। আর সেটাই হলো শেখ হাসিনা সরকারের মূল লক্ষ্য।

দিনাজপুর শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. গোলাম রাব্বানীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. ফারাজ উদ্দীন তালুকদার, বিদ্যালয় পরিদর্শক আবু হেনা মোস্তফা কামাল, উপ-বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আলতাফ হোসেন, উপ-সচিব ড. মো. আব্দুর রাজ্জাক, সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. আবেদ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সেকশন অফিসার বকুল, সবুর, মোতাহার, শিরিন, কর্মচারী ইউনিয়নের হারুন, তানজিমুল জুয়েল, আজিজার রাজু, শাওন, শাহীন প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন প্রধান অতিথি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনাসহ দেশ জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102