জয়পুরহাটে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পুলিশ সুপার জয়পুরহাট ১ম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট (বিলো ২০০০) এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮ টায় পুলিশ লাইনের ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজন ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাম্মদ নূরে আলম বিপিএম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার তুলে দেন জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সালেহীন তানভীর গাজী।
এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ইশতিয়াক আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদুল আলম লেবু, আন্তর্জাতিক দাবা সংগঠক ভগীরথ হালদার,এ প্রতিযোগিতার পরিচালক ও বিশিষ্ট দাবা প্রশিক্ষক তমিজার রহমান প্রমুখ।
টূর্ণামেন্ট এর আয়োজক জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বিপিএম জানান, জেলা পুলিশের আয়োজনে দ্বিতীয় বারের মতো এই টূর্ণামেন্ট শেষ হয়েছে । যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য এই টূর্ণামেন্ট এর আয়োজন করা। পরবর্তীতেও এই রকম টূর্ণামেন্ট করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দুই দিনব্যাপী উক্ত দাবা টুর্নামেন্টে বাংলাদেশ ভারতসহ প্রায় ৭৪ জন দাবারু অংশ গ্রহন করেন। ঢাকা জেলা থেকে মাছুম হোসেন চ্যাম্পিয়ন ও কলকাতা ভারত থেকে আসা ১ম রানার্সআপ স্নেহা হালদার, ২য় রানার্সআপ মুন্না চিরন্জিত, ৩য় রানার্সআপ কুষ্টিয়া জেলার পল নিশিত কুমার হাতে কাপ ও সেরা ১৮ জন খেলোয়াড়ের হাতে গোল মেডেল ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।