সম্প্রতি বাংলাদেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে নির্বাচিত সকল সাংসদদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সংগঠনটির সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাঙালি জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করায় এবং জননেত্রী শেখ হাসিনা সরকার প্রধান ও জনাব মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী এবং নির্বাচিত সকল সাংসদ দায়িত্বগ্রহণ করায় ইবি শাপলা ফোরামের পক্ষ থেকে তাঁদেরকে আন্তরিক অভিনন্দন।
শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রবিউল হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধের স্ব পক্ষের শক্তি ক্ষমতায় এসেছে। ইসলামী বিশ্ববিদ্যালয় শাপলা ফোরাম প্রত্যাশা করে এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের চেতনা এবং প্রগতিশীল চিন্তাধারা অব্যাহত থাকবে।’