মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন টিটু কাজী।
বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন কাজী জাহিদ সরোয়ার টিটু।
সোমবার (১৫ই জানুয়ারি) সকালে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ও অভিভাবক সদস্যদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি কাজী জাহিদ সদোয়ার টিটু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি ও অভিভাবক সদস্যদের-কে ফুলেল শুভেচ্ছা জানান অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। পরিচিতি পর্বে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সকল সদস্যদের পরিচয় করিয়ে দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মাসুদ।
নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি কাজী জাহিদ সরোয়ার টিটু বিদ্যালয়ের উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস ব্যক্ত করেন। তিনি তার বক্তব্যে বলেন, আমি শিক্ষকদের সাথে নিয়ে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ করতে চাই। কোথায় কি ঘাটতি আছে সেটা শিক্ষকরা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই জায়গায় কাজ করবার।
তিনি আরও বলেন, বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় – কে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন – কে যত দ্রুত সম্ভব এই বিদ্যালয়ে নিয়ে আসবো। আমি এই শতবর্ষ পার করা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে কলেজিয়েটে রূপান্তর করবার জন্য সব ধরনের প্রস্তুতি নেব ইনশাল্লাহ।