বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :

আনন্দমিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

আনন্দমিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় অংশ নিতে আওয়ামী লীগের নেতা–কর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়েছে।

আজ বুধবার বেলা সোয়া দুইটার দিকে সরেজমিনে দেখা যায়, ঢাকা ও এর আশপাশের এলাকার থেকে আগত নেতা–কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন উদ্যানের প্রবেশপথ দিয়ে ভেতরে প্রবেশ করছেন।

‘যতদিন তোমার হাতে থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ ইত্যাদি লেখা প্লাকার নিয়ে সমাবেশস্থলে অংশ আসছেন নেতা–কর্মীরা।

জনসভায় আগত নেতাকর্মীরা বিএনপিবিরোধী নানা স্লোগানও দিচ্ছেন।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন।

জনসভা উপলক্ষে রাজধানীর বেশকিছু এলাকার সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করার ঘোষণা আগেই দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল মঙ্গলবার ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসভা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাওয়া আসা শেষ না হওয়া পর্যন্ত কিছু রাস্তা বন্ধ বা ডাইভারশন দেওয়া হবে

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102