মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০৩:২৪ পূর্বাহ্ন

বাগেরহাটের ৪টি আসনে নৌকার প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে হবেঃ শেখ তন্ময়।

মোঃ তরিকুল মোল্লা বাগেরহাট প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

বাগেরহাটের ৪টি আসনে নৌকার প্রার্থীকে
বিজয় নিশ্চিত করতে হবেঃ শেখ তন্ময়।

বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় বলেছেন, শুধু বাগেরহাট-১ ও ২ আসন নয়, বাগেরহাটের ৪টি আসনেই নৌকার প্রার্থী, শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে।

বুধবার (৩ জানুয়ারি) বিকালে বাগেরহাটের খান জাহান আলী ডিগ্রী কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

এসময় শেখ তন্ময় তার বাবা শেখ হেলাল উদ্দিনের কাছে কাছে তার জন্য বাগেরহাটে একটি বাড়ি তৈরি করে দেওয়ার দাবী জানানোর পাশাপাশি বাগেরহাটবাসীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র বাগেরহটে- ১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ হেলাল উদ্দিন শেখ তন্ময়কে বাগেরহাটে একটি বাড়ি তৈরি করে দেওয়ার পাশাপাশি ব্যাক্তি উদ্যোগে একটি হাসপাতাল ও একটি কারিগরি স্কুল তৈরি করে দেওয়ার প্রতিশ্রিুতি দেন।

এসময় তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। আর এই সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াতসহ বিদেশী অনেক বড় বড় শক্তি আওয়ামী লীগ সরকারের বিরোধীতা করছে -চোখ রাঙ্গাচ্ছে, শেখ হাসিনা ওসব কেয়ার করেনা। দেশের মানুষ শেখ হাসিনার সাথে আছে, বঙ্গবন্ধু কন্যা কারো কাছে মাথা নতো করবেনা। নির্বাচন নিয়ে জাতি আজ ঐক্যবদ্ধ। জনগন বুঝে গেছে শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই শেখ হাসিনা সরকারের এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে সবাইকে আগামী ৭ই জানুয়ারী কেন্দ্রে গিয়ে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের নৌকার প্রাথীদের ভোট দেয়ার আহ্বান জানান।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, এমপি শেখ হেলাল পত্মী ও শেখ তন্ময়ের মা রুপা চৌধুরী, বাগেরহাট- ২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পিযুষ কান্তি রায়সহ জেলার ২টি আসেনের জেলা ও উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102