আবু তালেব আনসারী (চন্দনাইশ চট্টগ্রাম): চট্টগ্রামের চন্দনাইশে এক ভয়াবহ অগ্নিকান্ডে চার বসত-ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার গভীর রাতে উপজেলা কাঞ্চনাবাদ ইউনিয়নে ৭নং ওয়ার্ডে খন্দকার পাড়া এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
জানা যায়, মনজুর নাহারের রান্না ঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুনের লেলিন শিখা মূহুর্তে চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরে পটিয়া থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। এই সময় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হল।
মনজুর নাহার, একরাম হোসেন, আবুল কালাম ও ফিরোজা বেগম। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বসত-ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র, স্বর্ণা অলংকার, টিভি, ফ্রিজ, নগদ টাকাসহ প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয় বলে দাবি করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। বর্তমান তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। এই ব্যাপারে কাঞ্চনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।
এই ব্যাপারে পটিয়া ফায়ার সার্ভিসের লোকজনের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও সংযোগ পাওয়া যায়নি।