“নতুন বছরের প্রথম দিনে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম ‘বই বিতরণ উৎসব-২০২৪’ অনুষ্ঠিত”
আজ ০১ জানুয়ারি ২০২৪ তারিখে উক্ত বই বিতরণ উৎসবের দুইটি ভেন্যুতে প্রধান অতিথির আসন অলংকরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে শিশু-কিশোরদের মাঝে বই তুলে দিয়ে প্রধান অতিথি বলেন, আজকের শিক্ষার্থীরা যেভাবে বছরের প্রথম দিনেই নতুন মলাটে মোড়া বই পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের।
এছাড়া শুধুমাত্র পাঠ্যপুস্তক এবং নিয়মিত পাঠ্যক্রমে আবধ্য না থেকে শিক্ষার্থীদের বাড়ির নিয়মিত কাজকর্ম ও সহশিক্ষা কার্যক্রমগুলোতে অংশগ্রহণের ক্ষেত্রে অভিভাবকগণকে আরও সচেতন হবার আহ্বান জানান মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়।