প্রতিবারের মতোই এবারও সুশৃংখোল পরিবেশে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে ২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে এ ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।
কলেজটি ২০০৬ সালে ১৬ই জুলাই প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সফলতার সাথে গার্লস ক্যাডেটদের অধ্যয়ন সহ প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশের হার শতভাগ। সারা বাংলাদেশে ১২ টি ক্যাডেট কলেজ থাকলেও মাত্র তিনটি গার্লস ক্যাডেট রয়েছে। ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট
কলেজ ও জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ।
কলেজ সূত্রে জানা গেছে এখানে ৫০ থেকে ৫৫ টি মেয়ে ক্যাডেটদের জন্য আসন রয়েছে। ২৩ শে ডিসেম্বর ২০২৩ শনিবারে প্রায় ৭০০ ক্যাডেট ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
পরীক্ষার রুটিন মোতাবেক সকাল ১০ টা থেকে শুরু করে বেলা১ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে মোট ৩০০ মার্কস এর জন্য তিন ঘন্টা বরাদ্দ ইংরেজি বিষয়ে ১০০ মার্কস গণিতে ১০০ মার্কস বাংলা দেশের জন্য ৬০ মার্কস ও সাধারণ জ্ঞানে ৪০ মার্কস বরাদ্দ রয়েছে।
বিভিন্ন জেলা থেকে আগত অভিভাবকেরা কলেজের শৃঙ্খলা ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
দিনাজপুর থেকে আগত এক অভিভাবক জানান তার ছেলের ভর্তি পরীক্ষা আসন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে হয়েছে এবং তার ছেলে পরীক্ষা অংশগ্রহণ করেছে । তাদের বসার জন্য কর্তৃপক্ষ সুন্দর ব্যবস্থা করেছেন বলে তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন।
বীরগঞ্জ থেকে আগত আরেক অভিভাবক বলেন সত্যিই জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের পরিবেশ খুব মনোরম ও সুন্দর এবং শিক্ষকরা খুবই আন্তরিক ।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আজকে একটি বিশেষ দিন বাংলাদেশের অনেক শিক্ষার্থী ক্যাডেট কলেজে পড়তে চান তারা আজকে পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং সবকিছু ঠিকঠাক রেখে পরীক্ষা হচ্ছে। আমি তাদের সাফল্য কামনা করি।