ইবির ফলিত রসায়ন বিভাগে আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে ২০২১-২২ সেশনকে পরাজিত করে বিজয়ী হয় ২০২২-২৩ সেশন।
জানা যায়, গত ১০ ডিসেম্বর এই টুর্নামেন্টের আয়োজন করে বিভাগটি। দু’গ্রুপে বিভক্ত হয়ে বিভাগের মোট ৬টি সেশন এতে অংগ্রহণ করে। বিভিন্ন ধাপে খেলা শেষে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২০২২-২৩ সেশন। রানার-আপ হয় ২০২১-২১ সেশন। শুরুতে ব্যাট করতে নেমে ১৩৮ রানের টার্গেট দেয় ২০২২-২৩ সেশন। জয়ের লক্ষ্যে ব্যাটে নেমে ১৩০ রানেই গুটিয়ে যায় ২০২১-২২ সেশন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ আল-রেজা। এ সময় বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান, অধ্যাপক ড. হেলাল উদ্দিন, ড. সাদিকুল ইসলাম, ড. হাফিজুর রহমান ও ড. অশোক কুমার চক্রবর্তী ও সহযোগী অধ্যাপক এস. এম. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগের শিক্ষার্থীরা সে সময় উপস্থিত ছিলেন।