লেখক : নিজাম উদ্দিন
একযে আছে মডেল কলেজ পড়ে সেথায় যারা,
তানিন স্যারের নাম শুনলেই গায়ের পশম খাঁড়া।
অদ্ভুতুরে মানুষ তিনি, ক্লান্তি কাহিল নাই,
একদিন তিনি না আসিলে আমরা বেঁচে যাই।
এত শক্তি, এত সাহস, এত্ত স্ট্যামিনা,
কোত্থেকে পান তিনিই জানেন, আমরা জানিনা।
কলেজ শেষে, ছুটির পরে, সন্ধ্যা কিংবা রাত
বাংলা, হিন্দি সবই পড়ান, যা যা আছে বাদ।
ভীষণ জেদী, বড্ড কড়া, ভীষণ রাগী বটে,
কে রোখে তার রুদ্রমূর্তি যান যদি তিনি চটে?
তানিন স্যারের মুচকি হাসি, মোদের তরে বাঁশ,
এই হাসিতেই তানিন স্যার, কত নারীর ক্রাশ।
সারাক্ষণই স্যারের মুখে চিনিগুড়া হাসি।
আমাদের প্রিয় তানিন স্যার,
আমরা তানিন স্যারকে ভালোবাসি •