দূর্ভাগ্যের ছায়া
শেখ কনক হাসান (ফাহিম)
মানুষেরা সব মরণ যন্ত্রনায় করছে হাহাকার
পৃথিবী ছেয়ে গেছে নানা দূর্ভাগ্যে, ছায়া নামিয়েছে বহু অশান্তি।
পৃথিবীতে এখন নেই কোন শ্রী,
আছে শুধু অশান্তির ছায়া বি-শ্রী।
পৃথিবী থেকে চলে গেছে সকল সুখ,
রয়ে গেছে শুধু মরণ বিসুখ।
পৃথিবী এখন বিজ্ঞানের বসে,
আমরা তা বুঝি নানা অঙ্ক কষে।
এই পৃথিবীতে এখন বিভিন্ন প্রকার দূষণ,
নেই কেও এই সব করার শোষণ।
এখানে শুধু বিরাজ করে অবিচার,
নেই এই পৃথিবীতে কোন সুবিচার।
সকলে কাপে অত্যাচারীর ক্ষমতার দাপটে,
কেও কাপে না ‘৭১ এর মতো বিপ্লবী তটে।
তাইতো সব মানুষ এখন হচ্ছে নি:স্ব
কেও নেই এখন তাদের পরম বিশ্বস্ত।