খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা তরুণ ভোক্তাদের সংগঠন কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখর নবীন সদস্যদের সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ২০৮ নং কক্ষে শুরু হয়ে সাক্ষাৎকার গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এসময় সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন ইবির ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী।
সংগঠনটির সভাপতি গোলাম রব্বানী ও সাধারণ সম্পাদক রাকিব রিফাতের নেতৃত্বে সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আসাদুজ্জামান নুর, তৌফিক আজম শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক কুলছুম আক্তার, রয়েল হোসেন, অর্থ সম্পাদক খাইরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাহীদ কাওসার, দপ্তর সম্পাদক তৌকি ওয়াসিফ, সহ অর্থ সম্পাদক রওফুল্লাহ খান, সহ সাংগঠনিক সম্পাদক ফারিহা খান, সহ সাংস্কৃতিক সম্পাদক ঐশী জামান মুস্কু, সদস্য নাফিয়া ইয়াসমিন, মোহাম্মদ আলী, মেহেদী হাসান, মোয়াজ্জেম হোসেন, কামরুল ইসলাম প্রমুখ।
সংগঠনটির সভাপতি গোলাম রাব্বানী বলেন,
খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা তরুণ ভোক্তাদের সংগঠন ইবি সিওয়াইবি শিক্ষার্থীদের ভরসার স্থল। নবীন সদস্যদের সতঃস্ফুর্ত অংশগ্রহণ ই বলে সিওয়াইবি শিক্ষার্থীদের কাছে কতটা জনপ্রিয়। সাফল্যের জায়গা ধরে রাখতে সিওয়াইবির কার্যক্রম সর্বদা চলমান থাকবে।
উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৪৫টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।