দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে পূর্ব মুহুর্তে সকল নেতাকর্মীকে উজ্জীবিত এবং হল ইউনিট গতিশীল করার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় হলটির ডাইনিং রুমে এটির আয়োজন করা হয়। এসময় হল শাখা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসভায় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মৃদুল হাসান রাব্বির সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগ নেতা সামিউল, আসিফ আহমেদ শিমুল, আব্দুল্লাহ ইবনে বাদল জিহাদ, মোহাম্মদ ইসলাম জিশাদ, স্মরণ খন্দকার, মাসুদ সমাজ, তামজিদ হায়দার জিত, আসাদ, তাজওয়ার আহমেদ তনয়, মাসুদ রানা, তাওহীদ, রাসেল মহাজন ও ইমরান সভায় বক্তব্য প্রদান করেন। এ সময় হল শাখার বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক কর্মী সভায় উপস্থিত ছিলেন।
এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল ছাত্রলীগকে গতিশীল এবং সুসংগঠিত করার লক্ষ্যে আজকের কর্মীসভা। ইবি ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে গেছে ও ভবিষ্যতেও করে যাবে। যেকোনো সমস্যায় সাধারণ শিক্ষার্থীদের একমাত্র আশা-ভরসার জায়গা শাখা ছাত্রলীগ।