কক্স আইল্যান্ড প্রি ক্যাডেট স্কুলে ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ৮ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জনাব নোমান আল মাহমুদ এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ কাজী নুরুল আমিন মামুন, ফুলকপি ফুডস প্রোডাক্ট লিমিটেড এর জিএম জনাব এমএ সবুর প্রমূখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কামাল।
কক্স আইল্যান্ড প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক চৌধুরী এস এম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে সম্মাননা স্বারক প্রদান, আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, যেমন খুশি তেমন সাজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির পালিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা, ছাত্র ছাত্রীসহ অবিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে খাবার বিতরণ করা হয়।