শিশুদের মন ও মেধার বিকাশে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের আনন্দদানের অংশ হিসেবে নোয়াপাড়া সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও নোয়াপাড়া কিন্ডারগার্টেন স্কুলে খুদে শিক্ষার্থীদের নিয়ে এক ক্লাস পার্টির আয়োজন করা হয়। আজ ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১২ টায় অনুষ্ঠিত ক্লাশ পার্টি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াপাড়া সম্মিলনী উচ্চ বিদ্যালয় ও নোয়াপাড়া কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষিকা শিখা রানী দে । এই সময় উপস্থিত ছিলেন শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকাগন । আনন্দমূখর পরিবেশে কেক কাটার মাধ্যমে ক্লাস পার্টির শুভসূচনা হয়।
পরে ছাত্র ছাত্রীদের মনোমুগ্ধকর গান, নাচ, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই বার্ষিক ক্লাস পার্টি অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।