রাউজানে ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী ভবনে দানবীর অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহ পরিবারের উদ্যোগে কুণ্ডেশ্বরী মায়ের ৭৮ তম বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়েছে। কুণ্ডেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গণে সকালে বাল্য ভোগের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। পূজা, যজ্ঞ, পূস্প অঞ্জলী অর্পণ, আরতি, প্রসাদ বিতরণ সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এক উৎসব মূখর পরিবেশে উদযাপিত হয় এই পূজা। এছাড়া কুণ্ডেশ্বরী ভবন ঘিরে কুণ্ডেশ্বরী মহা বিদ্যালয় মাঠে চিরাচরিত বাঙালী সংস্কৃতির অংশ ঐতিহ্যবাহী গ্রামীণ মেলায়, হস্তশিল্প, নাগরদোলাসহ অর্ধশতাধিক দোকানের পসরা বসে। এই পূজা ও মেলাকে ঘিরে
হাজার হাজার পূণ্যার্থীর আগমন ঘটে। উল্লেখ্য যে, ৭৮ বছর পূর্বে দানবীর অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহ কুণ্ডেশ্বরী মায়ের পূজা শুরু করেন।