বাগেরহাটের ক্ষুদ্রচাকশ্রী সার্বজনীন দূর্গা মন্দির কমিটির উদ্যোগে চার দলীয় হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট সদরের ক্ষুদ্রচাকশ্রী ঠাকুর বাড়ি দুর্গা মন্দিরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চার দলীয় বিশাল হাডুডু টুর্নামেন্ট সোমবার (২৩ অক্টোবর) রাতে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলায় ৩-১ ব্যবধানে বালিয়াডাঙ্গা তরুণ সংঘ কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন পিলজংগ যুব সংঘ।
ইউপি সদস্য শেখ ফারুক হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় অন্যানের মধ্যে দক্ষিণবঙ্গের স্বনামধন্য পুরোহিত মুকুন্দ কুমার ঘোষাল, মন্দির কমিটির সভাপতি জীবন মিত্র (ডালিম) সহ ক্রীড়া প্রেমী দর্শকেরা উপস্থিত ছিলেন।
খেলায় অনবদ্য পারফরম্যান্স করে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ছোট টাইগার সম্রাট।