ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নীলফামারী জেলা সমিতির আয়োজনে নীলফামারী গেম ফেস্টিভ্যাল-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ অক্টোবর) প্রথম ফুটবল ম্যাচের আয়োজন করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা সমিতির সম্মানিত উপদেষ্টা ও সভাপতি অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল আজাদ এবং সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মাহফুজ জামান ভুইয়ান এবং সাংস্কৃতিক সম্পাদক মো:সাদিকুল ইসলাম শাহ সহ সংগঠনটির অন্যান্য সদস্য বৃন্দ।