নুরআলম নাহিদ চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম চিলমারীতে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ শিক্ষক মিলনায়তনে মঙ্গলবার সকাল ১১ টার চলতি শিক্ষাবর্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া দরিদ্র মেধাবী ১৯ জন শিক্ষার্থীদের মাঝে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক ৭৩ হাজার টাকা ভর্তিবৃত্তি প্রদান করা।
হয়েছে। এসময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো:জাকির হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো:তাহের আলী,প্রেসক্লাব চিলমারী সভাপতি গোলাম মাহবুব,সাধারণ সম্পাদক মামুন অর রশিদ,সহ:অধ্যাপক আব্দুর রহমান,মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন চেয়ারম্যান ড.চন্দ্র নাথ এর পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজল মিয়া ও আহমেদ আলী প্রমূখ।