মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

ইবিতে মেডিটেশন ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা।

ইদুল হাসান, ইবি প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
ইবিতে মেডিটেশন ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা।
‘আমার মন, আমার ভালো থাকা’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মেডিটেশন ও মানসিক স্বাস্থ্যের যত্ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪৩৫ নং কক্ষে সকাল ১০টায় ‘মনের মননের’ আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিত শিক্ষার্থী অংশ নেয়।
কর্মাশালাটিতে মেডিটেশন প্রশিক্ষক হিসেবে ছিলেন ‘প্রশান্তি’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সায়মা সাফীজ সুমী। দুই পর্বের কর্মশালায় তিনি মানসিক স্বাস্থ্যের যত্নের গুরুত্ব এবং মেডিটেশনের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি উপস্থিত সবাইকে প্রাকটিক্যালি মেডিটেশন করানো হয়। এছাড়াও উপস্থিত সকলকে মনো সাংস্কৃতিক অনুষ্ঠান ও মূকাভিনয়ের মাধ্যমে মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ফুটিয়ে তোলার কৌশল রপ্ত করানো হয়।
প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মানসিক স্বাস্থ্যের যত্ন ও গুরুত্ব বৃদ্ধি করার লক্ষ্যে প্রজেক্ট ‘মনের মনন’ যাত্রা শুরু করে। এটি আত্মবিশ্বাস বৃদ্ধি, আত্মহত্যা প্রবনতা রোধ, অপরাধ প্রবনতা ও মাদকাশক্তি রোধ, দুশ্চিন্তা ও মানসিক স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে। এর কো-অর্ডিনেটর হিসেবে আছেন অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নাজমুস সাকিব খান। কর্মশালাটির সহযোগিতায় ছিল ‘বডিট্রি’ এবং মিডিয়া পার্টনার ছিল ‘দ্যা বিজনেস স্টান্ডার্ড’।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102