চীনে সেমিতেই থামলেন ইমরানুর।
এশিয়ান গেমসের ১০০ মিটারের সেমি-ফাইনালে ওঠার তৃপ্তির রেশ টেনে নিতে পারলেন না ইমরানুর রহমান। ফাইনালে ওঠার হিটে ব্যর্থ হয়ে বিদায় নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব।
চীনের হাংজুতে হওয়া এই প্রতিযোগিতায় শনিবার সেমি-ফাইনালের প্রথম হিটে দৌড়ান ইমরানুর। ১০.৪২ সেকেন্ড সময় নিয়ে তিনি হন ষষ্ঠ।
প্রথম রাউন্ডের হিটের চেয়ে সেমি-ফাইনালের হিটে অবশ্য কিছুটা সময় কম নিয়ে দৌড় শেষ করেন ইমরানুর। হিটে ১০.৪৪ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি।