জয়পুরহাটে ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
জয়পুরহাটে ঈদে মিলাদুন্নবী ও মাননীয় প্রধানমন্ত্রী আধুনিক বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট ২ আসন কালাই ক্ষেতলাল ও আক্কেলপুরে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির সাবেক ছাত্রনেতা তাজমহল হীরকের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উদয়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বের প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী, বিশেষ অতিথি ছিলেন, কালাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী মুনীশ চৌধুরী ও সাবেক ছাত্রলীগ নেতা প্রভাষক আবু তাহেরসহ অনেক নেতা কর্মি এ সময় উপস্থিত ছিলেন।