রাউজানের চিকদাইরে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে
আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত।
পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে চিকদাইর হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে- আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ সংলগ্ন ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা সৈয়দ পেয়ার মোহাম্মদ(মঃ জিঃ আঃ)। উদ্বোধক ছিলেন হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাগের হোসেন মাষ্টার। প্রধান অথিতি ছিলেন দরবারে বারীয়া শরিফের সাজ্জাদানশীন হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী।প্রধান বক্তা ছিলেন বাঁশখালী রাঙ্গীয়া ঘোনা মনছুরিয়া ফাজিল মাদ্রাসার আরভি প্রভাষক আল্লামা মুফতি আবুল কাশেম তাহেরী।বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম হিল ভিউ বারমা কলোনি শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ছালামত রেজা কাদেরী। হাফেজ মোঃ ফোরকান ও হাফেজ হাসানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, হাজী আবু তাহের, হাজী মোহাম্মদ ইউছুপ, আব্দুল খালেক, আলী আহমদ সওদাগর,কামাল উদ্দিন।
উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম, মোঃ হাসেম, সোলাইমান, জসিম উদ্দিন, সেলিম উদ্দিন, নাজিম উদ্দিন কালু, মোহাম্মদ নেজাম, ইসমাইল, জাহেদ, সোহেল, ইব্রাহিম, পারভেজ, ফারুক, আজম, ফারুক, আরফাত, রিফন, সাইফুল ইসলাম, মোহাম্মদ বাবর,মোহাম্মদ আকিব, ইসমাইল, ইলিয়াস প্রমুখ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।