দক্ষিণ রাউজানের নোয়াপাড়া দয়াল ভিলাতে গণেশ পুজা সম্পন্ন।
দক্ষিণ রাউজানের প্রাণকেন্দ্র নোয়াপাড়া দয়াল ভিলা প্রাঙ্গণে শ্রী সুভাষ কান্তি দে ও রাজিব কান্তি দে’র আয়োজনে ২ দিন ব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে গণেশ পুজা সম্পন্ন হয়। পুজা, সাংস্কৃতিক অনুষ্ঠান , প্রসাদ বিতরণ ,গীতা পাঠ, ধর্মীয় আলোচনা সভা , পুরষ্কার বিতরণ,ঢাক ঢোলের আরতি সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উক্ত পুজা সম্পন্ন হয়।
এতে কয়েক হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে এক উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়। এই সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তৃতা রাখেন রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরী। গীতা পাঠ করেন স্বামী শংঙ্কারনন্দ গিরি মহারাজ। রুবেল বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুভাষ দে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া, রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ সরকার, সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি চন্দন বিশ্বাস, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, ইউপি সদস্য তপন মল্লিক,অজিত বিশ্বাস,লিটন প্রমুখ।